মঙ্গলবার, ০২ ফেব্রুয়ারী, ২০১৬, ০৪:১৬:১৩

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের দল চূড়ান্ত

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের দল চূড়ান্ত

স্পোর্টস ডেস্ক : ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের টি-টোয়েন্টি দল চূড়ান্ত করা হয়েছে। ১৫ জন সেরা ক্রিকেটারকে বাছাই করেছে বিসিবির নির্বাচক প্যানেল।

সেরা দলটি নির্বাচনের জন্য ৩ সদস্যর নির্বাচক প্যানেল ঘোষণা করে বিসিবি। এই নির্বাচকরা ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি দল চূড়ান্ত করেছে।

এর আগে ঘোষিত ২৭ সদস্যর প্রাথমিক দল থেকে ১৫ জনকে বাছাই পরে ঘোষণা দেয়ার জন্য পাঠিয়েছে নির্বাচকরা।

যে কোনো সময় এই দলে কারা কারা আছে সেটি প্রকাশ করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির প্রধান নির্বাচক ফারুক আহমেদ জানিয়েছেন বাংলাদেশের বিশ্বকাপ দলে চমক রয়েছে।

তিনি জানান, কোনো দিন ক্ষণ নেই যে কোনো সময়ে এটি ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে তিনি আরও জানিয়েছে অভিজ্ঞদের পাশাপাশি কয়েকজন তরুণকে নেয়া হয়েছে দলে।
২ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে