আরিফুর রাজু: পৃথিবীর স্বর্গ রাজ্য যদি বলা হয় কাশ্মিরকে। তাহলে নিঃস্বন্দেহে বলা যায় ক্রিকেটের স্বর্গ রাজ্য বাংলাদেশ। কারণ এদেশের মানুষদের ক্রিকেটের প্রতি ভালোবাসা চোখে পড়ার মত। বহুকাল ধরে আদর-ভালোবাসায় আর স্বাদের ক্রিকেট যেন লক্ষ-কোটি মানুষের নাড়ি পোতা ধনে পরিণত হয়েছে। তাই বাংলাদেশের বাবা-মা রা এখন তাদের ছেলে-মেয়েদের ডাক্তার-ইঞ্জিনিয়ার বানানোর মত একজন সৎ ক্রিকেটার বানানোরও স্বপ্ন দেখেন প্রতিনিয়ত।
কোটি মানুষের ভালোবাসায় শিক্ত ক্রিকেটাররাও যথাসাধ্য চেষ্টা করেন তাদের ভালোবাসার মূল্য দিতে। তাই গেল বছরে মাশরাফির নেতৃত্বে বাংলার ক্রিকেটাররা নিজেদের বিলিয়ে দিয়ে একের পর এক জয় তুলে এনেছেন দেশের জন্য। আর নতুন বছরেও চমক। সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের সেরাটা দিয়েছেন মুস্তাফিজ-মুশফিকরা। জাতীয় দলের দেখা দেখি যুব টাইগাররাও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চমক দেখিয়ে চলছেন।
চলতি বিশ্বকাপের গ্রুফ পর্বে নিজেদের তিনটি ম্যাচে জয় তুলে নিয়ে গ্রুফ চ্যাম্পিয়ন হয়েছেন তারা। আর তাদের এমন সাফল্যে যারপরনাই খুশি সারা বাংলাদেশ। ঠিক তেমনটাই খুশি জাতীয় দলের সহ-অধিনায়ক সাকিব আল হাসানও।
মঙ্গলবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজের মাধ্যমে যুব টাইগারদের শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের তরুণ টাইগাররা আবারো বিশ্বকে তাক লাগিয়ে ২০৪ বল বাকি থাকতেই ৮ উইকেটে জয় লাভ করছে নামিবিয়ার বিপক্ষে! বাঘের বাচ্চা এদের-ই বলে!’
২ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর