স্পোর্টস ডেস্ক : আইসিসিতে একক আধিপত্য দেখিয়েছে লাল-সবুজে লালিত হওয়া ক্রিকেট সেনারা। আইসিসির গুরুত্বপূর্ণ সব রেকর্ড এখন বাংলাদেশের দখলে।
শেষ পর্যন্ত যুব বিশ্বকাপের ফলাফল কি হয় সেটা এখনো অজানা। তবে সে মুহূর্তের আগেই ক্রিকেট বিশ্বে হৈ চৈ সৃষ্টি করেছে বাংলাদেশ।
রেকর্ডের পাতায় এখন বাংলাদেশ। সম্প্রতি যুববিশ্বকাপে সর্বোচ্চ রানের মালিক হয় নাজমুল ইসলাম শান্ত। এখনো প্রতি ম্যাচে রান পাচ্ছেন শান্ত। আইসিসিতে সর্বোচ্চ রান সংগ্রহকারী হিসাবে তিনি সবার উপরে রয়েছেন।
শান্তর রেকর্ডের পরে বোলিংয়ে যুবাদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারি হন মেহেদি হাসান মিরাজ। তার উইকেট সংখ্যা এখন ৭৩টি।
যুবাদের আসরে আইসিসিতে এটাই সর্বোচ্চ উইকেট শিকারের কীর্তি। এক বছরে সর্বোচ্চ রানের রেকর্ড এখন বাংলাদেশের দখলে।
ভারতের উন্মুক্ত চাঁদ ৮১৩ রান নিয়ে সবার উপরে ছিলেন। কিন্তু এই রেকর্ড এখন নাজমুলের দখলে। ২০১৫ সালে ৮৯৫ রান করে কেড়ে নেন ওই কীর্তি।
সর্বাধিক ক্যাচ ধরার রেকর্ড বাংলাদেশের। ৩৩ টি ক্যাস নিয়ে সবার উপরে রয়েছেন বাংলাদেশের ক্রিকেটার মাহমুদুল হাসান।
২৪ টি ক্যাচ নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন নাজমুল হাসান শান্ত। এছাড়া অনেক রেকর্ড রয়েছে বাংলাদেশের ক্রিকেটারের যেগুলো এখনো কেউ ভাঙতে পারেনি।
যেমন একটি সিরিজে সর্বোচ্চ ২২টি উইকেট শিকার করেছিলেন এনামুল হক জুনিয়র। সিরিজে সর্বোচ্চ উইকেট নেয়ার এই রেকর্ডটি অক্ষুন্ন রয়েছে এখনো।
বোলিংয়ে সর্বোচ্চ ইকনোমি রেট বাংলাদেশের দখলে। বেশ কয়েক বছর আগে এই রেকর্ড করেন মেহরাব হোসেন জুনিয়র। এখনো কেউ ভাঙতে পারেননি এই রেকর্ড।
মেহরাব ১৮ ম্যাচে ৩৪৮ রান দিয়ে নেন ২৯ উইকটে। এর ইকোনোমি রেট সর্বনিম্ন ১৯.৩। প্রসঙ্গত, এবারের বিশ্বকাপে বাংলাদেশ অনেক বড় স্বপ্ন দেখে। আর এই স্বপ্ন যাত্রায় এখনো সঠিক পথে রয়েছে যুবারা।
২ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর