স্পোর্টস ডেস্ক: আগামী আগস্টে ব্রাজিলে অনুষ্ঠিতব্য অলিম্পিক গেমসে মেসিকে ছাড়াই মাঠে নামবে আর্জেন্টিনা। হাই-ভোল্টেজ আসরটিতে আর্জেন্টাইন অধিনায়কে বিশ্রামে রাখার কথা জানালেন আর্জেন্টিনা কোচ জেরার্ড মার্টিনো।
মূলত আগামী জুন থেকে নভেম্বর। এই সময়টিতে বেশ ব্যস্ত সময় পার করবে আর্জেন্টিনা। জুনে যুক্তরাষ্ট্রে বসবে শততম কোপা আমেরিকার মেগা আসর। আগস্টে অলিম্পিক গেমস।
এরপর সেপ্টেম্বর থেকে নভেম্বরে পর্যন্ত রয়েছে ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ। অলিম্পিকে তাই মেসিকে বিশ্রাম দেয়ার কথা বললেন মার্টিনো। তবে কোপা আমেরিকা ও বিশ্বকাপ বাছাইপর্বে খেলবেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা।
আর্জেন্টিনার স্থানীয় একটি রেডিও স্টেশনকে দেয়া সাক্ষাৎকারে মার্টিনো বলেন, ‘মেসি অলিম্পিক গেমসে না নামানো মূল কারণ একটানা কোপা আমেরিকা, অলিম্পিক গেমস এবং বিশ্বকাপ বাছাইপর্ব আছে।’
তিনি আরো বলেন, ‘আমি জিততে চাই। তাই বলে ফুটবলারদের মাঠে ছুঁড়ে দেব মরার জন্য, এমন কোচ আমি নই। আমি জানি সামনে এখন অনেক খেলা। ওর (মেসি) বিশ্রাম প্রয়োজন।’
২ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর