স্পোর্টস ডেস্ক: যদি বলা হয় মি. ফিনিসার ম্যানকে চেনেন কি না? তাহলে সবাই এক বাক্যেই বলে দেবেন আরে এ তো নাসির হোসেনের কথা বলছেন। হ্যা। নাসির হোসেনের কথাই বলছি। জাতীয় দলে তার উপস্থিতি মানেই প্রাণের সঞ্চার। ডেসিং রুম কিংবা খেলার মাঠ সব জায়গাই সমান জনপ্রিয় এই টাইগার অলরাউন্ডার।
যুব দলের অলরাউন্ডার সালেহ আহমেদ শাওনের চাল চলন ব্যাটিং কিংবা বোলিং অ্যাকশন সবই জাতীয় দলের নাসিরের প্রতিচ্ছবি। তাই সবার মুখে এখন একটাই বাক্য আগামীর নাসির হোসেন যুব দলের শাওন। জানা যায়, সালেহ ভীষণ আমুদে। ঠাট্টা-রসিকতায় মাতিয়ে রাখেন চারপাশ। দলকে চাঙা রাখতে তাঁর জুড়ি মেলা ভার! চোখে-মুখে টগবগে আত্মবিশ্বাস। সব সময় ঠোঁটে ঝুলে থাকে মিষ্টি হাসি। আমুদে মেজাজ আর গড়নে সালেহর সঙ্গে মিল খুঁজে নেয়া যেতে পারে বাংলাদেশ দলের নাসির হোসেনের।
নিজের অভিধানে চাপ শব্দটি মুছে ফেলা পটুয়াখালির এই যুবক বলেন, আমার মধ্যে আসলে কোনো চাপ কাজ করে না। সব সময় চাপমুক্ত হয়ে খেলি। ক্রিকেট খেলাটা মজার। এই মজাটাই করতে চাই।’
মাঠের বাইরে সারাক্ষণই মজা-দুষ্টুমিতে মেতে থাকতে পছন্দ করেন। সালেহ জানালেন, এটি ভীষণ সহায়তা করে দলকে চাঙা রাখতে। তবে সবচেয়ে বেশি মজা করেন সতীর্থ শফিউল হায়াতের সঙ্গে, ‘দলের সবার সঙ্গে মজা করি। কারও মন খারাপ থাকলে তার সঙ্গে দুষ্টুমি করি। তখন ওর মনটা ভালো হয়ে যায়। দলের অন্যরাও আমার সঙ্গে মজা করে। তবে হৃদয়ের (শফিউল) সঙ্গে বেশি মজা করি।’
তবে বর্তমানে যুব দলের এই নাসির হোসেনের লক্ষ্য আপাতত বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকার। এবং নিজেকে ভালোভাবে চেনানো।
২ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর