মঙ্গলবার, ০২ ফেব্রুয়ারী, ২০১৬, ০৬:২৭:৩১

আজ চট্টগ্রাম স্টেডিয়ামে ঘটে গেল ইতিহাসের ‘নিকৃষ্টতম’ ঘটনা

 আজ চট্টগ্রাম স্টেডিয়ামে ঘটে গেল ইতিহাসের ‘নিকৃষ্টতম’ ঘটনা

স্পোর্টস ডেস্ক: আজ চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামে ক্রিকেট ইতিহাসের ‘নিকৃষ্টতম’ নজির দেখিয়ে জিম্বাবুয়ের হাতের মুঠোয় থাকা ম্যাচ ছিনিয়ে নেয় ওয়েস্ট ইন্ডিজ। ‘ম্যানকাডেড’ এর শিকার হয়ে ৫০ তম ওভারের শেষ বলে যখন জিম্বাবুয়ের ব্যাটসম্যান সাজঘরে ফিরে যান, জয় থেকে তখন মাত্র তিন রান দূরে জিম্বাবুয়ে। ভিনু মানকাড হয়ে ভিলেন বনে গেলেন শ্যামার স্প্রিঙ্গার; আর বিল ব্রাউনের মত ট্র্যাজিক হিরো হলেন রিচার্ড নাগাভারা।

কে জানতো শেষ আটে টিকিট পাওয়ার ম্যাচটি যে শেষ পর্যন্ত এমন কলঙ্কজনক হয়ে থাকবে ‍ওয়েস্ট ইন্ডিজের জন্য! উত্তেজনায় ভরা ম্যাচে জয়ের ভারটা জিম্বাবুয়ের দিকেই ভারি ছিল বেশিরভাগ সময়। শেষদিকে পরপর দুটি উইকেট হারানোর পর জয়ের জন্য ছয় বলে প্রয়োজন ছিলো তিন রান। কিন্তু ওভারের শেষ বলে বোলার কেমো পল রান আউট করেন নন স্ট্রাইকে থাকা রিচার্ড নাগভারাকে।

তবে সেটা কোন সাধারণ রানআউট ছিল না। বোলার পল শুরু থেকেই খেয়াল করছিলেন বল ডেলিভারির দেয়ার আগেই রান নেয়ার জন্য ছুটছেন নাগারাভা। শেষ বলে তাই সুযোগটা নিলেন; অনেকটা নিরস্ত্র মানুষকে পেছন থেকে ছুড়ি চালানোর মত। বল ছোঁড়ার আগেই রান আউট করলেন নিজের দিকে থাকা ব্যাটসম্যানকে। 'অখেলোয়াড়' সুলভ আচরণে কলঙ্কিত হলো ওয়েস্ট ইন্ডিজ যুব দল। শেষ বল ছোঁড়ার আগেই রান আউট করলেন নিজের দিকে থাকা ব্যাটসম্যান নাগারাভাকে। তারপর উল্লাস।

ওদিকে তখনও আউটের সিদ্ধান্ত দেননি আম্পায়ার। সহায়তা চাইলেন থার্ড আম্পায়ারের কাছে। তার সিদ্ধান্ত অনুযায়ী, রান আউট নাগারাভা। ফলে, সতর্কতার কারণেই হার মানতে হলো জিম্বাবুয়েকে। দুই রানের জয় পেলো ওয়েস্ট ইন্ডিজ।

২ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে