স্পোর্টস ডেস্ক: মুস্তাফিজ বয়সে এখনো তরুণ। টানা ম্যাচ খেললে ইনজুরিতে পড়ার যথেষ্ট হুমকি রয়েছে তার। তাই বিসিবির পক্ষ থেকে বলা হয়েছিল পাকিস্তানের ঘরোয়া আসরটিতে (পিএসএল) মুস্তাফিজকে খেলতে পাঠাবে না তারা। প্রয়োজনে শতভাগ ক্ষতিপূরণ দিতেও অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা।
কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল তাদের কথায় যথেষ্ট গা ছাড়া ভাব। এমনকি মুস্তাফিজের এই ক্ষতিপূরণের ‘হিসাব-নিকাশ’ অনেকটা বেড়াজালে আটকা পড়েছে। কারণ বিসিবি থেকে বলা হচ্ছে, ইনজুরির কারণে মুস্তাফিজ পিএসএলে খেলতে পারবে না।
এ বিষয়ে মঙ্গলবার বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, ‘এশিয়া কাপের আগে ছাড়া মুস্তাফিজের কাঁধের ইনজুরি ঠিক হবে না।’ অথচ মুস্তাফিজ এখন পুরোপুরি ফিট।
এছাড়া কাউকে অন্য দেশের ঘরোয়া ক্রিকেট খেলতে আটকানোর নীতি কখনো সমর্থন করে না বিসিবি। বলেন,‘তামিম, সাকিব এবং মুশফিক মঙ্গলবার রাতে আরব-আমিরাতে যাচ্ছে। তারা ফিট থাকলে খেলবে। এখানে বিসিবির কোনো মাথা ব্যথা নেই।’
মুস্তাফিজ ক্ষতিপূরণ পাবে কি পাবে না সাংবাদিকদের এমন প্রশ্নে জালাল ইউনূস বলেন, ‘আমরা বিষয়টি আলোচনা করে দেখছি। অবশ্যই তার ক্ষতিপূরণের ব্যাপারটি দেখা হবে।’
তবে বিসিবি আগে কথার খই ফুটিয়েছিল মুস্তাফিজকে ক্ষতিপূরণ দেবেন শতভাগ। কিন্তু এখন বলছে সুস্থ থাকলে যে কেউ ঘরোয়া লিগে খেলতে পারবেন। ক্ষতিপূরণের ব্যাপারটি দেখা হবে ইত্যাদি ইত্যাদি।
প্রসঙ্গত, ফেব্রুয়ারির ৪ তারিখ থেকে আরব আমিরাতে শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। এই টুর্নামেন্টে মুস্তাফিজের ভিত্তিমূল্য ধরা হয় ৫০ হাজার ইউএস ডলার।