স্পোর্টস ডেস্ক: ১১ তম যুব বিশ্বকাপে গ্রুফ পর্বে নিজেদের শেষ ম্যাচে নামিবিয়াকে ৮ উইকেটে হারিয়ে কোয়ার্টার ফাইনার নিশ্চিত করেছে বাংলাদেশ যুব দল।
মঙ্গলবার কক্সবাজার শেখ কামাল ক্রিকেট স্টেডিয়াম ম্যাচটিতে নতুন সম্ভবণাময় দর নামিবিয়ার বিপক্ষে খেলতে নেমে শুরুতেই তাদের জিম্মিদশায় বন্দি করে রাখে মিরাজ বাহিনী।
গ্রুফ চ্যাম্পিয়ন হওয়ায় নেপালের বিপক্ষে পরবর্তী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। আর সেদিকে খেয়াল রেখে বেশ সর্তক যুব দলের অধিনায়ক মিরাজও।
এ নিয়ে চতুর্থবারের মতো নক আউট পর্বে খেলতে যাচ্ছে বাংলাদেশ। এখানে সামান্য থেকে সামান্যতম ভুল হলেই বিপত্তি, তা খুব ভালোভাবেই জানেন মিরাজ। তাই তো উচ্ছ্বাস লুকিয়ে গম্ভীর রূপ ধারণ করে মিরাজ বললেন, ‘ভালো লাগাটা এখানেই শেষ করলে হবে না। আমাদের যেতে হবে আরো অনেক দূর। ভালো লাগা এখানেই থামলে আমরা বেশি দূর যেতে পারব না। লক্ষ্য পূরণ করতে পারব না।’
শেষ আটের প্রতিপক্ষ নেপালকে মূল্যায়ন করে মিরাজ বলেন, ‘ভারতের বিপক্ষে নেপালের ম্যাচটি আমরা দেখেছি। আমাদের কাছে মনে হয়েছে আমরা আমাদের সেরাটা খেলতে পারলে নেপাল ভালো কিছু করতে পারবে না! আমরা আমাদের লেভেল, আমাদের স্ট্যান্ডার্ড জানি। আমারা কতটুকু তাদের থেকে এগিয়ে থাকব সেটাও জানি। তবে এই লেভেলটা আমাদের ম্যাচে ধরে রাখতে হবে। নেপালকে হালকাভাবে নিলে চলবে না। ওরা ভালো খেলেছে বলেই কোয়ার্টারে এসেছে।’
২ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর