স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপে তামিমের খেলা নিয়ে এর আগেও নানা কথা শোনা গিয়েছিল। বিভিন্ন মিডিয়ায় লেখালিখি হতে থাকে এশিয়া কাপ চলাকালীন সময় সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকবেন দেশ সেরা এই ড্যাশিং ব্যাটসম্যান।
তবে শেষ পর্যন্ত সেই উড়ো কথা বাস্তবে রুপ নিলো। দেশের মাটিতে চলতি মাসের শেষে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে থাকছেন না দেশ সেরা ওপেনার তামিম ইকবাল।
মূলত, মার্চের প্রথম সপ্তাহে পৃথিবীর আলো দেখবে তামিমের প্রথম সন্তান। আর সে সময়ে শুরু হবে এশিয়া কাপ। আর তাতে শেষ পর্যন্ত দেশের জার্সি গায়ে নামা হবে না তার।
২ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর