মঙ্গলবার, ০২ ফেব্রুয়ারী, ২০১৬, ১০:০৫:৫৬

চট্টগ্রাম স্টেডিয়ামে সেই লজ্জাজনক ঘটনায় ক্ষেপেছে ক্রিকেট বিশ্ব

চট্টগ্রাম স্টেডিয়ামে সেই লজ্জাজনক ঘটনায় ক্ষেপেছে ক্রিকেট বিশ্ব

স্পোর্টস ডেস্ক: ৫০ ওভার ইনিংসের শেষ ওভারে জিম্বাবুয়ের ব্যাটসম্যান রিচার্ড নগারাভা ওয়েস্টইন্ডিজ বোলার যেভাবে আউট করলেন তা মেনে নিতে পারছেন না ক্রিকেটবিশ্ব ও ক্রিকেটবোদ্ধারা।

মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে এহেন ন্যাক্কারজনক ঘটনা ঘটে।

ম্যাচটিতে ওয়েস্ট ইন্ডিজের ২২৬ রানের জবাবে জিম্বাবুয়ের শেষ ওভারে প্রয়োজন ছিল মাত্র তিন রান, ব্যাট করছিল শেষ উইকেট জুটি। প্রথম বলটি করতে এসে নন স্ট্রাইকার ব্যাটসম্যানকে রান আউট করেন কিমো পল। আর তা ক্রিকেট ইতিহাসের সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনা বলে অভিহিত করেছেন ক্রিকেটবোদ্ধারা। তারা মনে করছেন এই ধরনের আউট পিছন থেকে অসহায় কোন ব্যাক্তিকে চুরিকাঘাত করার শামিল।

কিমো বল করতে আসার সঙ্গে সঙ্গে একটু করে এগোচ্ছিলেন জিম্বাবুয়ের শেষ ব্যাটসম্যান রিচার্ড নগারাভা। সুযোগটা দেখে বল না করে স্টাম্প ভেঙে দেন ওয়েস্ট ইন্ডিজের এই বোলার।

 

এভাবে আউটের নিয়ম আছে বটে, কিন্তু নন স্ট্রাইকার ব্যাটসম্যানকে এভাবে আউট করাটা অনেকের কাছে ক্রিকেটের স্পিরিটের পরিপন্থী।

বিষয়টি ঘিরে সাবেক ও বর্তমান ক্রিকেটাররা টুইটারে সমালোচনা করেছেন।

আউটটি নিয়ে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক স্টিফেন ফ্লেমিং বলেন,“সঠিক কিংবা ভুল, মূল কথাটা হলো দারুণ জমে ওঠা একটি লড়াইয়ে দু:খজনক পরিসমাপ্তি হলো।”

ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক ওয়েন মর্গ্যানও বিষয়টা মেনে নিতে পারছেন না। বলেন, ‘অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে অসম্মানজনক আচরণ। ওয়েস্ট ইন্ডিজের লজ্জা পাওয়া উচিত!”

অস্ট্রেলিয়ার প্রধান কোচ ও সাবেক ব্যাটসম্যান ড্যারেন লেম্যানের কাছে এটা কোনোভাবেই আউট নয়, “অবিশ্বাস্য, আউট না।”

২ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে