মঙ্গলবার, ০২ ফেব্রুয়ারী, ২০১৬, ১০:২৪:০৫

অন্যরকম মডেল থেকে সুন্দরী এখন ভয়ঙ্কর রেফারি !

 অন্যরকম মডেল থেকে সুন্দরী এখন ভয়ঙ্কর রেফারি !

স্পোর্টস ডেস্ক : মাত্র কয়েক বছর আগেও তার ছবি দেখে শুধু ইংল্যান্ড নয়, গোটা ইউরোপের পুরুষরা কুছ কুছ হয়ে যেতেন।  কিন্তু এখন নিজের সেই বেশ হ্যাঙারে তুলে ফেলেছেন অ্যানি ক্রিস্টোফার।

ছেড়ে দিয়েছেন মডেলিং।  এখন পুরোপুরি ডুব দিয়েছেন নিজের স্বপ্নকে সফল করতে।  অ্যানির প্রথম ভালোলাগা-ভালোবাসা দুটোই ফুটবল এবং ফুটবল। অ্যানি চেয়েছিলেন ফুটবল মাঠের রেফারি হতে।  অবশেষে তিনি সেটা হয়ে গেলেন।

২৯ বছর বয়সী অ্যানি গত আগস্ট মাসেই এফএ'র কাছ থেকে রেফারিংয়ের প্রথম লাইসেন্স পান।  এরপর থেকেই তিনি স্থানীয় ম্যাচ বা ঘরোয়া ম্যাচগুলো পরিচালনা করার লাইসেন্স পেয়ে যান।

অ্যানি মনে প্রাণে চেলসির ভক্ত।  চান, প্রিমিয়র লিগের ম্যাচ পরিচালনা করতে।  কিন্তু সেটা যে এখনো বেশকিছু পরীক্ষার পর, তবে ভালোই জানেন অ্যানি।  সেই লক্ষেই নিজেকে তৈরি করছেন তিনি।  দেখা যাক, পরের পালাটা।  সেজন্য কিছুটা সময় অপেক্ষা করতে হবে।
২ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে