স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ও পাকিস্তান ক্রিকেট লিগের (পিএসএল) হয়ে মাঠ কাঁপাবেন বাংলাদেশি বেশ কয়েকজন খেলোয়াড়।
এটি পুরতন খবর হলেও নতুন খবর হচ্ছে আইপিএল ও পিসিএলের পর এবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও (সিপিএল) ডাক পেলেন বাংলাদেশি ৭ খেলোয়াড়।
সিপিএল আজ চতুর্থ আসরের জন্য খেলোয়াড় তালিকা প্রকাশ করেছে দেশটির ক্রিকেট বোর্ড। ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের বাইরে ৬ জন ‘মার্কি’খেলোয়াড় থাকছে এই টুর্নামেন্টে। এর বাইরে ১৬৩ জন বিদেশি খেলোয়াড়কে রাখা হয়েছে নিলামে। সেখানে স্থান পেয়েছেন বাংলাদেশের ৭ জন ক্রিকেটার। এরা হলেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ ও বিশ্ব ক্রিকেটের নতুন সেনসেশন মুস্তাফিজুর রহমান।
প্রসঙ্গত, ১১ ফেব্রুয়ারি বার্বাডোজে অনুষ্ঠিত হবে নিলাম। সেদিনই ৬টি দল নিজ নিজ দল গোছানোর সুযোগ পাবে।
২ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর