স্পোর্টস ডেস্ক: গ্রুফ পর্বে নিজেদের শেষ ম্যাচে অজানা প্রতিপক্ষ নামিবিয়াকে বিশাল ব্যাবধানে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট দল। অচেনা প্রতিপক্ষকে নিয়ে প্রথমে কিছুটা ভয়ে থাকলেও শেষ পর্যন্ত বিজয়ের হাসিটা হাসেন মিরাজরাই।
মঙ্গলবার কক্সবাজার স্টেডিয়ামে বাংলাদেশের কাছে নামিবিয়ার হারের মূল রহস্য স্পিনে অনেকটাই খুবই দূর্বল দলটি। মজার ব্যাপার হলো ম্যাচটিতে বাংলাদেশি চার স্পিনার তাদের মোট আটটি উইকেট তুলে নেন।
বাংলাদেশের বিপক্ষে হারের পর নামিবিয়ার কোচ অবশ্য স্বীকার করে নিলেন তাদের খেলোয়াড়রা বাংলাদেশি খেলোয়াড়দের কাছে অনেক কিছু শিক্ষা পেয়েছেন।
তারপরও তিনি বিষয়টিকে (হার) সহজভাবে মেনে নিতে নারাজ। আর হারের জন্য মাঠের সমস্যাকেই দায়ী করেছেন তিনি। বলেন, ‘বাংলাদেশ জানত আমাদের পেসাররা শক্তিশালী। আগের দুই ম্যাচ থেকে তারা বিষয়টি খেয়াল করেছে। তাই ম্যাচের আগে কক্সবাজারের এই পিচের ঘাস ছেঁটে ফেলা হয়।’
২ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর