বুধবার, ০৩ ফেব্রুয়ারী, ২০১৬, ১২:০২:১৫

পাকিস্তানের সবচেয়ে প্রবীণ টেস্ট ক্রিকেটারের মৃত্যু

পাকিস্তানের সবচেয়ে প্রবীণ টেস্ট ক্রিকেটারের মৃত্যু

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের সবচেয়ে বয়স্ক টেস্ট ক্রিকেটারদের একজন ইসরার আলী। ৮৮ বছর বয়সী এই ক্রিকেটার অবশেষে পৃথিবীর মায়া ত্যাগ করে পরকালে গমন করেছেন।

১৯৫২ সালের ১৬ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে অভিষেক হয় পাকিস্তানি এই মরহুম খেলোয়াড়ের। এছাড়া তিনি ঘরোয়া ক্রিকেটে খেলেছেন ৪০টি প্রথম শ্রেণীর ম্যাচ। যেখানে ২২.৬৩ গড়ে ১১৪টি উইকেট ও ২০.৫৪ গড়ে ১১৩০ রান করেছিলেন তিনি।

ক্রিকেট থেকে অবসরের পর ইসরার মুলতান অঞ্চলে ক্রিকেটের প্রেসিডেন্ট হিসেবে  ১৯৮১ থেকে ১৯৮২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। পরে তিনি পাকিস্তান জাতীয় দলের ১৯৮৩ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত নির্বাচক কমিটিতেও ছিলেন তিনি।

২ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে