স্পোর্টস ডেস্ক: নীল-সাদা পলিথিন কেটে আর্জেন্টাইন তারকা মেসির জার্সি বানিয়ে বিশ্বকে রীতিমত চমকে দিয়েছিল যুদ্ধবিধ্বস্ত আফগানের পাঁচ বছরের ক্ষুদে বালক মর্তুজা আহমাদি।
যুদবিধ্বস্ত আফগানিস্তানের গজনি প্রদেশের অজ-পাড়া গাঁয়ের সেই মেসি ভক্তের ছবি সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়ার পর থেকেই তাকে নিয়ে হই চই শুরু হয় ফুটবল দুনিয়ায় । এমনকি মেসির কানেও পৌঁছায় বিষয়টি। তাই তার সঙ্গে সাক্ষাত করতে চান তিনি নিজেও। ফলে বার্সেলোনার পক্ষ থেকে সব আয়োজন করা হচ্ছে। ক্ষুদে ভক্তের সাক্ষাৎ পাচ্ছেন মেসিও।
তবে শেষ পর্যন্ত সেই বালকের সঙ্গে দেখা হচ্ছে মেসির। খবরটা বার্সেলোনা থেকে ই-মেইলের মাধ্যমে আফগান ফুটবল ফেডারেশন হয়ে এখন মর্তুজা আহমাদির বাড়িতেও পৌঁছে গেছে। মেসির সাক্ষাতের খবর শুনে তো আনন্দে আত্মহারা এখন সেই ক্ষুদে বালক।
আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে ক্ষুদে বালক মর্তুজা আহমাদি বলে, `আমি মেসির সঙ্গে দেখা করবো। আমি তাকে ভালোবাসি। আমি তার মত হতে চাই।`
আফগানিস্তান ফুটবল ফেডারেশন নিশ্চিত করেছে, বার্সেলোনার হোম ভেন্যু, ন্যু ক্যাম্পে গিয়েই প্রিয় মেসির সঙ্গে সাক্ষাৎ করবে মর্তুজা আহমাদি। আফগানিস্তান ফুটবল ফেডারেশনের মুখপাত্র সাইয়েদ আলি কাজেমি আল জাজিরাকে বলেন, `আমরা মেসির ম্যানেজমেন্টের সঙ্গে যোগাযোগ করেছি। তারাই নিজেদের বালকটির সঙ্গে মেসির সাক্ষাতের আগ্রহের কথা জানিয়েছে। আমরা শুধু মধ্যস্থতা করে দিচ্ছি, তাদের সাক্ষাতের। তবে তারিখ এবং ভেন্যু এখনও নিশ্চিত নয়। তবে, আফগানিস্তান থেকে বার্সেলোনায় উড়ে যাচ্ছে মর্তুজা আহমাদি, এটা এখন নিশ্চিত।`
৩ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর