স্পোর্টস ডেস্ক : হুটহাট করে বিশ্বকাপের জন্য দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যখন নতুনদের ছড়াছড়ি তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড দল ঘোষণায় কি চমক দেখায় সে দিকে তাকিয়ে আছে গোটা বিশ্ব।
তবে এরই মধ্যে জানা গেছে কয়েক জনের নাম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক ফারুক আহমদ জানিয়েছেন এই বিষয়ে।
বিসিবির ঘোষিত দলে বেশ কয়েকজন তারকা দলের বাইরে থাকবেন। ফারুক আহমদ সে আভাস দিয়েছেন। আর তাতে বিশ্বকাপ দলে নতুন মুখ হিসাবে চমক দেখাবেন নুরুল হসান সোহান ও আবু হায়দার রনি।
দলের প্রধান আকর্ষণ হিসাবে থাকবেন মুস্তাফিজুর রহমান, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম।
অধিনায়ক হিসাবে থাকবেন মাশরাফি বিন মুর্তজাই। তবে কপাল পুড়তে পারে নাসির হোসেনের। প্রসঙ্গত, বুধবার দল ঘোষণার কথা জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শিগগিরই আসবে এই ঘোষণা।
৩ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর