স্পোর্টস ডেস্ক : অর্জন তো কম হয়নি। গ্রুপপর্বে টানা ৩টি ম্যাচ জিতে বাজিমাত দেখিয়েছে যুব টাইগাররা। কোয়ার্টার ফাইনালে মাঠে নামার আগে রোমাঞ্চে টাইগার বাহিনী।
নামিবিয়াকে গুড়িয়ে আনন্দ উপভোগ করতে সমুদ্রে গেলেন টাইগার বাহিনী। যুব বিশ্বকাপের গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকা, স্কটল্যান্ড ও নামিবিয়ার বিপক্ষে বিশাল জয় পায় বাংলাদেশ।
কক্সবাজারের শেখ কামাল স্টেডিয়ামে এই ৩টি ম্যাচ খেলে টাইগারা। পৃথিবীর সর্ব বৃহৎ সমুদ্র বন্দর বলে টাইগারদের আনন্দ উপভোগের মাত্রাটাও কম নয়।
মঙ্গলবার বেশ ফুরফুরে মেজাজে ছিল টাইগাররা। বিকেলে বিলাসে মেতেছে পুরো দল। দলের পরামর্শক স্টুয়ার্ট ল সহ প্রধান কোচ মিজানুর রহমান বাবুলসহ সবাই ছিলেন দলের সাথে। সমুদ্রে গোসল করেছেন তারা।
৩ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর