বুধবার, ০৩ ফেব্রুয়ারী, ২০১৬, ১২:০১:০২

বয়স কমিয়ে খেলতে আসা সেই রাজুর পক্ষে আইসিসি, বলি বাংলাদেশ!

বয়স কমিয়ে খেলতে আসা সেই রাজুর পক্ষে আইসিসি, বলি বাংলাদেশ!

স্পোর্টস ডেস্ক :  চলমান যুব বিশ্বকাপে নেপালের অধিনায়ক নিজের বয়স কমিয়ে খেলতে আসেন। যুব বিশ্বকাপে কোনো ক্রিকেটারের বয়স ১৯ বছরের বেশি হতে পারবে না।

কিন্তু নেপালের অধিনায়কের বয়স ২৫। নাম রাজু রিজল। ক্রিকেট বিশ্বে ব্যাপক আলোচনায় তিনি। কোয়ার্টার ফাইনালে নেপাল খেলবে বাংলাদেশের বিপক্ষে।

বিতর্কিত এই রাজু বাংলাদেশের বিষয়ে খেলতে পারবেন কিনা জানতে চাওয়া হয়। তবে এই বিষয়ে আইসিসি সিদ্ধান্ত নিয়েছে নেপালের পক্ষে।

নেপালের ক্রিকেট বোর্ডের সাথে কথা হয় আইসিসি। নেপালের কর্মকর্তারা আইসিসিকে নানা যুক্তি দেখিয়েছেন। আর তাতে সায় দিয়েছে আইসিসি।

আইসিসি এব বিবৃতিতে জানায়, নেপালের ক্রিকেট বোর্ড আমাদের কাছে রাজুর জন্ম সনদসহ বিভিন্ন কাগজ পত্র দেখিয়েছে।

রাজুর জন্ম ১৯৯০ সালে বলে এর আগে দেখানো হয়। আইসিসির কাছে নেপাল যে কাগজপত্র দিয়েছে তাতে তার জন্ম দেখানো হয়েছে ১৯৯৬ সালের ২৬ সেপ্টেম্বর।

প্রসঙ্গত, মুম্বাইয়ের হয়ে রঞ্জি ট্রফিতে খেলা ক্রিকেটার কৌস্তুভ পাওয়ার অভিযোগ করেন, রিজল নিজের নাম আর বয়স দুটিই গোপন করে এই বিশ্বকাপে নেপালের হয়ে খেলেছেন।

এখন তার বয়স ২৫-২৬ বলে উল্লেখ করেন তিনি। যাই হোক আইসিসির অবিনব সিদ্ধান্তের বলি মূলতঃ বাংলাদেশ। কেননা কোয়ার্টার ফইনালে এই রাজুদের বিপক্ষে ক্রিকেট লড়াইয়ে নামবে বাংলাদেশ।

নট আউট পর্বে এই লড়াই শেষে আসর থেকে বিদায় নেবে হয় নেপাল না হয় বাংলাদেশ।
৩ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর
 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে