বুধবার, ০৩ ফেব্রুয়ারী, ২০১৬, ১২:২০:২৮

মহাপতনের মুখ দেখলো বিশ্বশক্তি অস্ট্রেলিয়া

মহাপতনের মুখ দেখলো বিশ্বশক্তি অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : সপ্তাহ খানেক আগেও মনেই হয়নি কোনো ক্রিকেট দেশ অস্ট্রেলিয়াকে নাকানিচুবানি খাওয়াতে পারবে।

ভারতের বিপক্ষে ওয়ানডে ম্যাচে প্রথম ৪টি ম্যাচে অস্ট্রেলিয়ার দাপটের কথা ছিল অবর্ণনীয়। তবে ভারত নয় অস্ট্রেলিয়াকে নাকানিচুবানি দিয়েছে নিউজিল্যান্ড।

ভারতের সাথে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে লড়াইয়ে নামে অস্ট্রেলিয়া। আগের অস্ট্রেলিয়াকে আর দেখা গেল না।

নিউজিল্যান্ড শুরুতে ব্যাট করতে নামে। ৩০৭ রান সংগ্রহ করে গাবটিলরা। কিন্তু অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে দেখা যায় মাথা নষ্ট হওয়ার মত দৃশ্য।

৪১ রানে প্রথম সারির ৬ ব্যাটসম্যান আউট হয়েছেন। ভারতের বিপক্ষে টানা ৪টি ম্যাচে হেয়ে যায় অস্ট্রেলিয়া। এই অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমে দেখল মহাপতনের মুখ!
৩ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে