স্পোর্টস ডেস্ক: ট্রান্সফারের বিপক্ষে জালিয়াতির অভিযোগে শেষ পর্যন্ত নেইমারকে স্পেনের রাজধানী মাদ্রিদের একটি কোর্টে হাজির হতে হয়েছে। শুধু কি তাই? ভিডিও কনফারেন্সের মাধ্যমে তার পরিবারকেও আদালত কার্যক্রমের সঙ্গে সংযুক্ত থাকতে হয়েছে।
বিষয়টি নিয়ে নেইমার বলছেন, ‘ ক্লাব পরিবর্তনের বিষয়টি নিয়ে আমার বাবাকে বেশ দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে তিনি (বাবা) আমাকে বলেছেন, খেলায় মনোযোগ দিতে। আমি সেই কাজটাই করার চেষ্টা করছি।
নেইমারের তরফ থেকে বলা হচ্ছে, ‘আদালতে যাওয়ার মূল উদ্দেশ্য বিচারক তাদের তলব করেছিলেন ক্লাব বদলের বিষয়টি ঠিক কিভাবে সম্পন্ন হয়েছিল সেটি শোনার জন্য, অন্য কিছু নয়। তারা বিষয়টির সমাধান এখনই হচ্ছে না ।’
৩ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর