স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টিতে বরাবরই ফেবারিটদের তালিকায় থাকে ব্রায়েন লারার দেশ ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের সেরা উপহার ব্রায়েন লারার গবেষণায় কিন্তু উঠে আসেনি তার নিজ দেশের নাম।
ব্রায়েন লারা জানিয়েছেন ব্যাটিং ও বোলিংয়ে শক্তিশালী হয়ে ওঠা একটি দেশের নাম। লারার পছন্দের দেশটি নতুন বছরেই থমকে দিয়েছে ক্রিকেট ভূবনকে।
আরব আমিরাতে মাস্টার্স চ্যাম্পিয়ন লিগে খেলতে আসা লারা ভারতীয় দলের প্রশংসা করেন। তার নিজের দেশও আসরে ভালো করবে উল্লেখ করে তিনি বলেন, গেইল, মারলন ও পোলার্ড এক সাথে ব্যাট করতে নামলে নতুন রসায়ন যোগ হবে।
তবে লারার ভয় ভারতের নিজেদের মাটিতে বিশ্বকাপে বলে। হোম ভেন্যুর কারণে লারা ভারতকে এগিয়ে রাখছেন শিরোপা জয়ের জন্য।
নতুন বছরে টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করা ভারতীয় টিমের হাতে ২০১৬ সালের বিশ্বকাপের শিরোপা যাবে তার মতে।
৩ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর