বুধবার, ০৩ ফেব্রুয়ারী, ২০১৬, ০১:৪৩:৫৯

ভুল সিদ্ধান্তে বিশাল ব্যবধানে হেরেছে অস্ট্রেলিয়া

ভুল সিদ্ধান্তে বিশাল ব্যবধানে হেরেছে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ড খেলছে হোম সিরিজে। অস্ট্রেলিয়া পাড়ি দেয় নিউজিল্যান্ডে। ৩টি ওয়ানডে ম্যাচ খেলবে দুই দেশ।

অকল্যান্ডে নিজেদের প্রথম ম্যাচে বুধবার মাঠে নামে দুই তারা। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে বড় লজ্জা দিয়েছে নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ড শুরুতে ব্যাট করে। অস্ট্রেলিয়া টস জিতলেও ফিল্ডিং নেয়। আর এই ভুলে ভাগ্য ভিন্ন দিকে যায় অস্ট্রেলিয়ার।

গাবটিলের ৯০ ও নিকলসের ৬১ রানের সুবাধে ৩০৭ রান করে নিউজিল্যান্ড। এর জবাবে ব্যাট করতে নেমে ৪১ রানের ৬টি উইকেট হারায় অস্ট্রেলিয়া।

ফ্লুকনার ও ওয়েড দলকে এগিয়ে নেয়ার চেষ্ট করেন। সপ্তম উইকেটে এই জুটিতে আসে ৭৯ রান। কিন্তু ওয়েড দলীয় ১২০ রানে বিদায় নিলে ধস নামে অসি শিবিরে।

পরে ১৪৮ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ফলে ১৫৯ রানের বিশাল ব্যবধানে জয় পায় নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের বোল্ড ও হেনরি ৩টি করে উইকেট শিকার করেন।

এখানে একটি মজার বিষয় রয়েছে। নিউজিল্যান্ডের সান্টার মাত্র দুটি বল করেন। আর এই দুই বলেই দুটি উইকেট শিকার করেন তিনি।

এ জয়ের ফলে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড। ম্যাচ সেরা হয়েছেন ৯০ রান করা কিউ ওপেনার মার্টিণ গাবটিল।
৩ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে