বুধবার, ০৩ ফেব্রুয়ারী, ২০১৬, ০২:১৬:৫৬

এক টাইগার নক্ষত্র মারা গেছেন

এক টাইগার নক্ষত্র মারা গেছেন

স্পোর্টস ডেস্ক : দীর্ঘদিন বাংলাদেশ ক্রিকেট টিমকে বিশ্বমানের করার জন্য সময় দিয়েছেন তিনি। মাটির মানুষ হিসাবে এক একটা মোহাম্মদ রফিক গড়ার দায়িত্বও নেন এই বীরপুরুষ।

কিন্তু পালাবদলের দুনিয়াতে আর নেই তিনি। (ইন্নলিল্লাহহি.........)। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের ক্রিকেটে।

সাবেক টাইগার ক্রিকেটার আব্দুল হাদী রতন বুধবার ভোর সাড়ে ৪টায় তিনি মারা যান। তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে ও সহকর্মীসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

রতন বাংলাদেশের প্রথম দিকের ক্রিকেটার। ক্রিকেটের পর জাতীয় দলের কোচ হিসাবে দায়িত্ব পালন করেন তিনি।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সহকারী কোচ (১৯৯৫-২০০০) ও অনূর্ধ্ব ১৯ দলের ১৯৯৯ সালের প্রধান কোচ ছিলেন তিনি।
৩ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে