স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট টিমের ৩ বড় তারকা পাকিস্তানের সুপার লিগে অংশ নিতে উড়ে গেছে এরই মধ্যে।
তখন যাওয়া হয়নি মুস্তাফিজুর রহমানের। তবে এই মুস্তাফিজুর রহমানকে দেয়া হয়েছে নতুন এক খবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড নাটকীয়তার মধ্যে দিয়ে এই মুস্তাফিজকে এই খবর দিয়েছে।
সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিকুর রহিম পাকিস্তানের সুপার লিগে খেলে পারিশ্রমিক পাবেন। কিন্তু রেস্টে থেকেই পারিশ্রমিক পাবেন মুস্তাফিজ।
পিসিবি নয় বিসিবি তাকে এই পারিশ্রমিক দেবে। এই খবরটা নিশ্চিত করেছেন বিসিবি মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস।
তিনি জানিয়েছেন, মুস্তাফিজকে শিগগিরই পিএসএল খেলার বিষয়ে বিসিবির পক্ষ থেকে পারিশ্রমিক দেয়া হবে। মুস্তাফিজকে কত টাকা দেয়া হবে এই বিষয়ে তিনি বলেন, এটা চূড়ান্ত করা হবে।
মুস্তাফিজের মাঠে নামার বিষয়ে তিনি বলেন, আর দুই সপ্তাহ পরে তিনি পুরোপুরি ফিট হয়ে যাবেন বলে আমরা আশা করছি।৩ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর