স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ড সফরে গিয়ে রীতিমত লজ্জার সাগরে হাবুডুবু খাচ্ছেন পাকিস্তানি ক্রিকেটাররা। স্বাগতিকদের বিপক্ষে ওয়ানডে সিরিজে ১-৩ ব্যবধানে ও টি-টোয়েন্টি সিরিজে ০-২ ব্যবধানে হেরে অনেকটা দিশেহারা কোচ ওয়াকার ইউনুসের শিষ্যরা।
দলের এই ন্যাক্কারজনক হারের জন্য তবে গুরুকেই দায়ী করছেন দেশটির কিংবদন্তি ব্যাটসম্যান হানিফ মোহাম্মদ।
গত সোমবার সংবাদ সংস্থা এপিপিকে তিনি বলেন, ‘আমি মনে করি গত কয়েক মাসে ওয়াকারের কাজ খুবই হতাশাজনক, সে প্রধান কোচ থাকার যোগ্য না।’
দলের এই ভরাডুবিতে হানিফ মোহাম্মদ সরাসরি ওয়াকার ইউনুসকে দায়ী করে তিনি বলেন, ‘মূলত ওয়াকারের অহংকারের কারনেই দল ধ্বংস হয়ে যাচ্ছে। তবে তার সাথে আমার কোন ব্যক্তিগত রেষারেষি নেই। কিন্তু সে দলকে ভালো দিকে এগিয়ে নিচ্ছে না।’
৩ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউ২৪/আরিফুর রাজু/এআর