বুধবার, ০৩ ফেব্রুয়ারী, ২০১৬, ০৪:১১:৪৩

মহসিনের নজর কাড়া দাপটে বিশ্বকাপে গ্রুপ চ্যাম্পিয়ন পাকিস্তান

মহসিনের নজর কাড়া দাপটে বিশ্বকাপে গ্রুপ চ্যাম্পিয়ন পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : যুবাদের বিশ্বকাপে বি গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান। বুধবার মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে শ্রীলঙ্কার যুবাদের বিপক্ষে মাঠে নামে পাকিস্তান।

শুরুতে জয়ের আভাসটা পায় শ্রীলঙ্কাই। লঙ্কানরা টস জিতে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তানকে। ব্যাটিংয়ে নেমে তেমন সুবিধা করতে পারছিল না পাকিস্তান।

৪৮ ওভার ৪ বলে পাকিস্তান গুটিয়ে যায় মাত্র ২১২ রানে। দলের পক্ষে একমাত্র হাফ সেঞ্চুরিয়ান হাসান মহসিন করেছেন ৮৬ রান।

অলরাউন্ডার হাসান মহসিন আগ্রামী দিনের আফ্রিদি হওয়ার স্বপ্ন দেখেন। হাসান মহসিন ব্যাটের পর বল হাতেও ভেলকি দেখান।

বি গ্রপে পাকিস্তানের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে নজর কাড়া দাপন তার। হাসান মহসিন লঙ্কার ওপেনার বান্দারা ও ফার্নান্দোকে শুরুতেই ফেরার প্যাবিলিয়নে।

বান্দারা ১৪ ও ফার্নান্দো ২ রানে ফেরেন প্যাবিলিয়নে। পরে ৬৮ রান করে শ্রীলঙ্কাকে এগিয়ে নেন মেন্ডিস। ডি সিলভাও করেন ৪৬ রান।

কিন্তু তাতে জয় আসেনি লঙ্কান শিবিরে। ১৮৯ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। আর ২১ রানে জয় নিশ্চিত হয় পাকিস্তানের। একই সাথে বি গ্রুপে সেরা দল হয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে পাকিস্তান।
৩ ফেব্রুয়ারি ২০১৫/ এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে