সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩, ০৩:২৪:০২

হঠাৎ বড় বিপাকে ভারত, টানা ৩ দিন খেলতে হবে!

হঠাৎ বড় বিপাকে ভারত, টানা ৩ দিন খেলতে হবে!

স্পোর্টস ডেস্ক : রবিবার শ্রীলঙ্কার কলম্বোতে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। টসে হেরে আগে ব্যাট করতে নেমেই তাণ্ডব চালান ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। মাঝের ওভারে দ্রুত তাদের সাজঘরে পাঠিয়ে খেলায় ফেরে পাকিস্তান। সেই ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করেছিলেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল।

কিন্তু অনুমিতভাবে বাগড়া দিল বৃষ্টি। একাধিকবার বৃষ্টির কারণে এদিন আর মাঠে নামা হয়নি দুই দলের। ম্যাচটি গড়ায় রিজার্ভ ডে’তে। খেলা বন্ধ হওয়ার আগে ২৪.১ ওভারে ২ উইকেট হারিয়ে ১৪৭ রান তোলে ভারত।

কোহলি ৮ ও রাহুল অপরাজিত আছেন ১৭ রানে। রোহিত ৪৯ বলে ৫৬ ও শুভমান গিল ৫২ বলে ৫৮ রান করেছেন। আগের ম্যাচে পাকিস্তানি পেসারদের গতি, বাউন্স আর সুইংয়ের সামনে শুরুটা কিছুটা নড়বড়ে থাকলেও রবিবার রোহিত ও গিল খেলেছেন মারমুখী ভঙ্গিমায়। বৃষ্টির পর আম্পায়াররা চেষ্টা চালিয়েছেন খেলা শুরু করার।

কিন্তু নতুন করে বৃষ্টি আসায় ব্যর্থ হয় তাদের প্রচেষ্টা। এবারের এশিয়া কাপে বিশেষ নিয়মে রিজার্ভ ডে রাখা হয়েছে শুরু ভারত-পাকিস্তান ম্যাচের জন্য। অর্থাৎ গতকাল খেলা যেখানে থেমেছে আজ মঙ্গলবার সেখান থেকেই শুরু হবে। পুরো ৫০ ওভারের ম্যাচ হওয়ার কথা রয়েছে। এতে বিপাকে পড়েছে ভারত।

টানা তিন দিন খেলতে হবে তাদের। কারণ আগামীকাল মঙ্গলবারই শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ রয়েছে রোহিত শর্মাদের। ফলে রবি, সোম ও মঙ্গলবার টানা তিন দিন খেলতে হচ্ছে টিম ইন্ডিয়ার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে