সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩, ০৭:০২:২৫

ভারতের বিপক্ষে খেলা চলাকালেই বড় দুঃসংবাদ পাকিস্তান শিবিরে

 ভারতের বিপক্ষে খেলা চলাকালেই বড় দুঃসংবাদ পাকিস্তান শিবিরে

স্পোর্টস ডেস্ক: নির্ধারিত দিনের খেলা বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর রিজার্ভ ডেতেও খেলা শুরু হতে অনেকটা সময়ের অপেক্ষা। বৃষ্টি বাধার পর অবশেষে আজ বাংলাদেশ সময় বিকেল ৫টা ১০ মিনিটে শুরু হয়েছে ভারত-পাকিস্তান ম্যাচ। এর মধ্যেই জানা গেছে, ভারতের বিপক্ষে চলতি ম্যাচে খেলতে পারবেন না পাকিস্তানের পেসার হারিস রউফ। 

গতকাল কোমরের ডানদিকের অংশে অস্বস্তি অনুভব করছিলেন ডানহাতি এই পেসার। পরবর্তীতে তার এমআরআই স্ক্যান করানো হয়।

জানা গেছে, সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবে গতিময় এই পেসারকে নিয়ে কোনো ঝুঁকি নিচ্ছে না পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট। পিসিবির এক বিবৃতিতে রউফের চোটের বিষয়টি নিশ্চিত করে বলা হচ্ছে, 'অস্বস্তি অনুভব করায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তাকে এমআরআই করার জন্য (হাসপাতালে) নেওয়া হয়েছিল, তবে (পেশিতে) কোনো চিড় দেখা যায়নি। আপাতত মেডিকেল প্যানেলের পর্যবেক্ষণে রয়েছেন।'

আগের দিন ৫ ওভার বল করে কোনো উইকেট পাননি রউফ। রিজার্ভ ডেতে তাকে না পাওয়ায় তিন পেসার– শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও ফাহিম আশরাফকে দিয়ে কাজ চালাতে হচ্ছে পাকিস্তানকে। স্পিন বিভাগকে নেতৃত্ব দেবেন শাদাব খান। তাকে সহযগিতা করবেন দুই অনিয়মিত স্পিনার ইফতিখার আহমেদ ও আগা সালমান।

শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতের সংগ্রহ ৩৪ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ২১৫ রান। ক্রিজে রয়েছেন বিরাট কোহলি (৪৪) ও কেএল রাহুল (৬৫)। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে