সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩, ০৯:৫২:০৫

খেলা শুরু হলে কত ওভার আর কত রানের টার্গেট?

খেলা শুরু হলে কত ওভার আর কত রানের টার্গেট?

স্পোর্টস ডেস্ক: অনুমিতভাবেই ভারত-পাকিস্তান ম্যাচের রিজার্ভ ডেতেও হানা দিয়েছে বৃষ্টি। খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত পাকিস্তান ১১ ওভারে ২ উইকেটে তুলেছে ৪৪ রান। বৃষ্টি যদি থেমে যায় এবং খেলা পুনরায় শুরু হয়, তাহলে ওভার কর্তন হওয়ার সম্ভাবনাই বেশি। এই ম্যাচের ফলাফল পেতে হলে পাকিস্তানকে অন্তত ২০ ওভার খেলতে হবে। সেক্ষেত্রে বদলে যাবে তাদের টার্গেট।

ভারতের ৩৫৬ রান তাড়া করতে নেমে পাকিস্তান এই মুহূর্তে বেশ বিপদে আছে। বৃষ্টি তাদের বিপদ আরও বাড়িয়ে দিল। যদি নূন্যতম ২০ ওভার খেলা হয়, তাহলে জয়ের জন্য পাকিস্তানকে ২০০ রান তুলতে হবে।

খেলা ইতিমধ্যেই ১১ ওভার হয়ে যাওয়ায়, বাকি ৯ ওভারে বাবর আজমদের করতে হবে আরও ১৫৬ রান! যদি আগেই আম্পায়ারেরা পাকিস্তানের ইনিংস ২০ ওভারের হবে বলে ঘোষণা করে দিতেন, তাহলে বাবরদের লক্ষ্য হতো ১৮৭ রান। কিন্তু ৫০ ওভার গড়াবে ভেবেই পাকিস্তানের ইনিংস শুরু হয়।
ঠিক এ কারণেই পাকিস্তান একটু ধীরে ব্যাটিং শুরু করেছিল। কিন্তু ১১ ওভারের মাথায় বৃষ্টি নামায় লক্ষ্যমাত্রা বদলে গেছে।

খেলা যদি ২৫ ওভার হয়, তাহলে পাকিস্তানের টার্গেট হবে ২৩৭। ৩০ ওভারের খেলা হলে ২৬৭ রান তুলতে হবে বাবরদের। নূন্যতম ২০ ওভারের ম্যাচ শুরু করতে রাত ১১.১৫ পর্যন্ত অপেক্ষা করা হবে। যেহেতু ভারত ইতিমধ্যেই ১১ ওভার করে ফেলেছে, তাই জসপ্রিত বুমরাহ আর মোহাম্মদ সিরাজ বোলিং করতে পারবেন না। দুজনেই ৫ ওভার করে করেছেন। সেক্ষেত্রে স্পিনারদের দিয়ে বাকি ৯ ওভার করাতে হবে রোহিতকে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে