স্পোর্টস ডেস্ক: বিশ্ব সেরা যুব ক্রিকেট দলের আসর বসেছে বাংলাদেশে। কোন রকম বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই বুধবার মিরপুরে পাকিস্তান ও শ্রীলঙ্কা মধ্যকার ম্যাচ দিয়ে শেষ হলো গ্রুফ পর্বের খেলা।
বুধবারের মিরপুরের ম্যাচটিতে ঘটে গেল অন্যরকম এক ইতিহাস। স্টেডিয়ামটিতে যুবাদের মধ্যে এই প্রথমবারের মত কোন খেলোয়াড় দু’হাতে বল করে ইতিহাস সৃষ্টি করলেন। আর সেই ইতিহাস রচনাকারী শ্রীলঙ্কান অলরাউন্ডার কামিন্দু মেন্ডিজ।
যুব বিশ্বকাপ উপলক্ষ্যে বাংলাদেশে এসেই গ্রুফ পর্বের শেষ ম্যাচে দেখালেন বাজিমাত। দেশের হয়ে টপ অর্ডার ব্যাটিং এবং দুর্দান্ত অফ স্পিন করে থাকেন।
এমন কি দেশটি এ নিয়ে নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে আইসিসি তার একটা সুন্দর নাম দিয়েছে। আর সেটা হল - ‘সব্যসাচী বোলার’!
৩ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউ২৪/আরিফুর রাজু/এআর