স্পোর্টস ডেস্ক: স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ হারের জন্য সাবেকদের কাছ থেকে কত কথাই শুনতে হয়েছিলে ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। সমালোচনায় রক্তাক্ত হয়েছিলেন তার অধিনায়কত্ব নিয়ে।
সেই সময় ধোনির সমালোচনা করেছিলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ইয়ান চ্যাপেল। তিনি বলেছিলেন, ধোনির সরে যাওয়ার সময় হয়ে গিয়েছে। কোহলিকেই অধিনায়ক করা হোক। নেতৃত্ব থেকে ধোনির সরে যাওয়ার সময় এসে গিয়েছে বলে মত দিয়েছিলেন অনেক দেশীয় ক্রিকেটারাও।
তবে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পরে শত্রুরা পাল্টে গিয়েছে। অস্ট্রেলিয়াকে নাক-কান মুলে হারিয়েছে ধোনির দল টি-টোয়েন্টিতে চলে আসে এক নাম্বারে উঠে এসেছে ভারতীয় দল।
মার্চের ৮ তারিখ থেকে ভারতের মাটিতে শুরু হতে চলেছে টি টোয়েন্টি বিশ্বকাপ। আর অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের আধিপত্য দেখার পরে সিদ্ধান্ত বদলে ফেলেছেন সাবেক ক্রিকেটাররা। ধোনির বিরুদ্ধে আগে যাঁরা সরব হয়েছিলেন, এখন তাঁরাও চুপ মেরে গিয়েছেন। উলটে ধোনি-বন্দনায় মেতে উঠেছেন তাঁরা।
ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ব্রায়ান চার্লস লারা যেমন ভারতকে এগিয়ে রাখছেন টি-টোয়েন্টি বিশ্বকাপে। তার কারণ, ঘরের মাটিতে খেলতে নামছে ধোনির ভারত। আর তার পুরোদস্তুর সুযোগ নেবেন ধোনিরা। এর জন্যই লারা বলছেন, ‘‘ঘরের মাঠে খেলা বলে ভারতেরই অ্যাডভান্টেজ। ভারতীয় ক্রিকেটাররা ঘরের পরিবেশ সম্পর্কে ওয়াকিবহাল। টি টোয়েন্টি ক্রিকেটে ভারত এখন বিশ্বের অন্যতম সেরা দলকে হারাচ্ছে। টি টোয়েন্টি বিশ্বকাপে আমি ভারতকেই এগিয়ে রাখছি।
৩ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস