বুধবার, ০৩ ফেব্রুয়ারী, ২০১৬, ০৪:৫৫:১৭

বিসিবিতে উপক্ষিত থাকা সেই অচল ইমরুলই দেখালেন মূল চমক

বিসিবিতে উপক্ষিত থাকা সেই অচল ইমরুলই দেখালেন মূল চমক

স্পোর্টস ডেস্ক :  বাংলাদেশের ওপেনার ক্রিকেটার ইমরুল কায়েস পৌঁছে গেছেন নতুন এক উচ্চতায়। ২০১৫ বিপিএলে দেশের ক্রিকেটারদের মধ্যে মূল নায়ক ইমরুল কায়েস।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে উপেক্ষিত থাকা ইমরুল কায়েস তাক লাগালেন ফের। বিপিএলে দেশের ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ রানের মালিক ও ফাইনাল জয়ের নায়ক অন্তত অচল শব্দটির উপর কালিমা লেপন করতে পেরেছেন।

গেইলের দেশে ইমরুল কায়েসকে নিয়ে অনেক আগ্রহ। বাংলাদেশের মধ্যে যে কয়জন ক্রিকেটারকে ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে খেলার জন্য ডাকা হয়েছে ইমরুল কায়েস তার অন্যতম।

সদ্য জিম্বাবুয়ে সিরিজে অনেকটাই উপেক্ষিত থেকেছেন ইমরুল। টি-টোয়েন্টির স্বর্গরাজ্য তুল্য দেশ ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বের্ড চিনতে ভূল করেনি এই ব্যাটিং জিনিয়াসকে।

ইমরুল বিসিবি ঘোষিত বিশ্বকাপ দলে থাকতে পারবেন কিনা এ নিয়ে রয়েছে সংশয়। ক্যারিবীয় লিগে নিজের যায়গা পাকা করে  এর আগে সেই অচল ইমরুল দেখালেন মূল চমক।
৫ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর  

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে