বুধবার, ০৩ ফেব্রুয়ারী, ২০১৬, ০৬:০৭:৫৬

যেসব গ্রেট টাইগারকে বিশ্বকাপ দলে নেয়নি বিসিবি

যেসব গ্রেট টাইগারকে বিশ্বকাপ দলে নেয়নি বিসিবি

স্পোর্টস ডেস্ক : ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ একই সাথে এশিয়াকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

যারা বাংলাদেশের ক্রিকেটের তাজা প্রাণ, দেশের ক্রিকেটের জন্য রেখেছেন অবদান এমন অনেক ক্রিকেটারকে দলে নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

গত বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করা রুবেল হোসেনকে দলে নেয়নি বিসিবি। সদ্য শেষ হওয়া বিপিএল দেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রহকারী ও দেশের পারফেক্ট ওপেনার ইমরুল কায়েসকে দলে নেয়া হয়নি।

বিশ্বকাপের ফাইনাল ম্যাচে দারুণ ক্রিকেট উপহার দেয়া আলোক কাপালি ও শাহরিয়ার নাফিসকেও উপেক্ষিতই রেখেছে ক্রিকেট বোর্ড।

যুবায়ের, বিজয়, তাইজুল, সোহাগ গাজী ও আবদুর রাজ্জাকের মত তারকা নেই মাশরাফির বিশ্বকাপ দলে। এর আগে বিসিবি ঘোষিত প্রাথমিক ২৫ সদস্যর দলের বাইরে ছিলেন নাসির হোসেন।

তাকে দলে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অন্যদিকে বারবার বাজে পারফর্ম করা লিটন দাসকে যৌক্তিক কারণেই দলের বাইরে রেখেছে বিসিবি।
৩ ফেব্রুয়ারি ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে