শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩, ১১:৪৫:২৬

ম্যাচ শেষে সাকিবকে নিয়ে যা বললেন শুভমান গিল

ম্যাচ শেষে সাকিবকে নিয়ে যা বললেন শুভমান গিল

স্পোর্টস ডেস্ক : ভারতকে হারিয়ে এশিয়া কাপের শেষটা রাঙাল বাংলাদেশ। গতকাল কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ৮ উইকেটে ২৬৫ রান করে বাংলাদেশ। 

জবাবে এক বল বাকি থাকতে ২৫৯ রান করে অলআউট হয় ভারত। ৬ রানের জয়ে এশিয়া কাপ মিশন শেষ করে বাংলাদেশ। রোহিত শর্মার দলকে হারানোর ম্যাচে রেকর্ড গড়েছেন বাংলাদেশের দলপতি সাকিব আল হাসান। দলের জয়ে ভূমিকা রেখে হয়েছেন ম্যাচসেরাও।

কঠিন ব্যাটিং কন্ডিশনে ১৩৩ বলে ১২১ রানের দারুণ ইনিংস খেলেও ম্যাচসেরার পুরস্কার পাননি ভারতীয় ব্যাটসম্যান শুভমান গিল। দলের সেরা পারফর্মার হিসেবে আসেন সংবাদ সম্মেলনে। 

সংবাদ সম্মেলনে এসে শুভমান গিলও সাকিবের প্রশংসাই করলেন। গিল বলেন, সাকিব বাংলাদেশের হয়ে ভালো খেলেছে। সে-ই আমাদের কাছ থেকে ম্যাচটা ছিনিয়ে নিয়েছে।

ম্যাচটিতে কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারাকে পেছনে ফেলে ক্রিকেট ইতিহাসের সপ্তম সর্বোচ্চ ম্যাচসেরা হওয়ার রেকর্ড গড়েন সাকিব আল হাসান। সাকিব এ পর্যন্ত ৪৩বার ম্যাচসেরা হয়েছেন। 

বিশ্বেসেরা এই অলরাউন্ডারের সমান ম্যাচসেরা হয়েছেন পাকিস্তানের তারকা ক্রিকেটার শহিদ আফ্রিদিও। ৭৬বার ম্যাচসেরা হয়ে তালিকার শীর্ষে রয়েছেন ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। আর ৬৪বার ম্যাচসেরা হয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন বিরাট কোহলি।

দলের বিপর্যয়ে ব্যাট হাতে নেমে ৮৫ বলে ৮০ রানের আক্রমণাত্মক ইনিংস খেলেন সাকিব। আবার বল হাতেও ম্যাচ মোড় ঘুরিয়ে দেন তিনি। ১০ ওভারে ৪৩ রান দিয়ে ১ উইকেট নেন এ অলরাউন্ডার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে