স্পোর্টস ডেস্ক: ক্রিকেটে শিবনারায়ণ চন্দরপল এখন শুধুই অতীত। ক্যারিবীয় ক্রিকেট ইতিহাসের সঙ্গে স্বর্ণের মতো জ্বল জ্বল করছে যার নাম, সেই চন্দ্রপলকে বিদায়ী সংবর্ধনাটাই যেন দিতে চাইছিলো না ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লুআইসিবি)। চন্দ্রপলের সঙ্গে বোর্ডের এমন আচরণে স্তম্ভিত হয়ে গিয়েছিল ক্রিকেট বিশ্ব। তবে ব্রায়ান লারা সোচ্চার হওয়ায় অবশেষে চন্দরপলকে আনুষ্ঠানিক একটা সংবর্ধনা দিতে রাজি হয়েছে। কিন্তু এরই মধ্যে চন্দরপল নিজেই বোমা ফাটালেন। বললেন ডব্লুআইসিবি তাঁকে অবসর নিতে বাধ্য করেছে।
ডব্লুআইসিবি সম্পর্কে অনেকটা আবেক আপ্লুত হয়ে চন্দরপল বলেন, আমার কাছে সবকিছুই যেন স্বপ্নের মতো মনে হচ্ছে। বাস্তবে বোর্ড আমার সাথে এমনটা করবে তা আমি কোনদিনই ভাবিনি। আমার মতো একজনের সঙ্গে যদি এই আচরণ করা হয়, তাহলে তরুণ প্রজন্মের খেলোয়াড়দের সঙ্গে কী আচরণ হবে ভেবে দেখুন। স্কুলের বাচ্চাদের সঙ্গে যা করা হয়, আমার সঙ্গে তা করা হয়েছে। এর পর কী কেউ দেশের হয়ে খেলার উৎসাহ পাবে!’
দীর্ঘ ২২ বছর ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেছেন। ১৬৪টি টেস্ট খেলে তাঁর ব্যাট থেকে এসেছে ৩০টি সেঞ্চুরি, সর্বোচ্চ ২০৩। ৫১.৩৭ গড়ে রান করেছেন ১১ হাজার ৮শ ৬৭। টেস্ট ইতিহাসেই ১১ হাজার রান আর আছে মাত্র পাঁচজনের। ২৬৮ ওয়ানডেতে ৪১.৬০ গড়ে তাঁর সংগ্রহ ৮ হাজার ৭শ ৭৮ রান, আছে ১১টি সেঞ্চুরি। আন্তর্জাতিক ক্রিকেটে ২০ হাজার ৯৮৮ রান। এত এত অর্জন যার, সেই চন্দরপলের অবসর ঘোষণাটা এসেছিল তিক্ততার মধ্যে। মাঠ থেকে বিদায় নেওয়ার আকাঙ্ক্ষাটা পূরণ হয়নি।
২০১৫ সালের মের পর আর টেস্ট দলেই তো সুযোগ পাননি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে বিদায়ী একটা টেস্ট না খেলতে পারার আক্ষেপ যে রয়েই যাবে, সেটি স্পষ্ট চন্দরপলের কথাতেও, ‘আমি বিদায় বলার আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে একটা টেস্ট খেলতে চেয়েছিলাম। কিন্তু সুযোগ পাইনি। এ বিষয়ে আমার কিছুই করার ছিল না। এখন সেটা পেছনে ফেলে এগিয়ে যেতে চাই।’
৩ ফেব্রুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জেএম/আরএম