বুধবার, ০৩ ফেব্রুয়ারী, ২০১৬, ০৮:৫০:২৮

টি-২০ বিশ্বকাপে টাইগার দলে নতুন এক মুখ

টি-২০ বিশ্বকাপে টাইগার দলে নতুন এক মুখ

স্পোর্টস ডেস্ক: আগামী মাসে ভারতে অনুষ্ঠেয় ষষ্ঠ আইসিসি টি-২০ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ।

বুধবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাংলাদেশ দল ঘোষণা করে। মাশরাফির নেতৃত্বে এ স্কোয়াডে বড় চমক হল উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ মিথুনের অন্তর্ভূক্তি।

মোহাম্মদ মিথুন টাইগার দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার পর অনেকটাই আলোচনার বাইরে চলে গিয়েছেন। অবশেষে টি-টেয়েন্টি বিশ্বকাপে ডাক পেয়ে আবারও শিরোনামে উঠে এলেন তিনি। বাংলাদেশের হয়ে এর আগেও দুটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন মিঠুন। ২০১৪ সালের জুনে সর্বশেষ তাকে জাতীয় দলের জার্সি গায়ে দেখা যায় ভারতের বিপক্ষে।

টি-টোয়েন্টিটা ছিল শ্রীলঙ্কার বিপক্ষে, আর দুটি ওয়ানডেই তিনি খেলেছেন ভারতের বিপক্ষে, সবগুলো ম্যাচই দেশের মাটিতে। যদিও কোন ফরম্যাটেই নিজেকে এখনও মেলে ধরতে পারেননি।
 
সব মিলিয়ে দলে আছেন তিন জন উইকেটরক্ষক। মিথুনের সাথে আছেন গত জিম্বাবুয়ে সিরিজেই অভিষেক হওয়া নুরুল হাসান সোহান ও টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম।

আগামী আট মার্চ ভারতের মাটিতে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। তিন এপ্রিল শেষ হতে যাওয়া এই টুর্নামেন্টে বাংলাদেশকে বাছাইপর্ব খেলে আসতে হবে।

মাশরাফিরা সেই লড়াই শুরু করবেন ৯ মার্চ, ধর্মশালায় নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে। বাছাইপর্বে মাশরাফিদের বাকি প্রতিপক্ষগুলো হল আয়ারল্যান্ড ও ওমান।
৩ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে