বুধবার, ০৩ ফেব্রুয়ারী, ২০১৬, ০৮:৫৪:০২

পর্তুগিজ সুন্দরী মডেলের জন্য উড়ে গেলেন রোনালদো

পর্তুগিজ সুন্দরী মডেলের জন্য উড়ে গেলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্টিনো পেরেজ এবং নতুন ম্যানেজার জিনেদিন জিদান রীতিমতো নিষেধাজ্ঞা জারি করেছেন রোনালদোর মরক্কো যাত্রার ওপর।  এ খবর স্প্যানিশ মিডিয়ার।

ইরিনা শেকের সঙ্গে বিচ্ছেদের পর ক্রিশ্চিয়ানো রোনালদো কি এখন ফুটবলের শেন ওয়ার্ন? নাকি পরবর্তী টাইগার উড্‌স? ‘সিঙ্গল’ সি আর সেভেন যেভাবে একের পর এক নারীসঙ্গের খবর নিয়ে শিরোনামে আসছেন, তাতেই এ প্রশ্ন।

নতুন খবর হচ্ছে, মরক্কো-নিবাসী সুন্দরী মডেল মেলানি মার্তিন্সের সঙ্গে প্রেমে মজেছেন রোনালদো।  সেই কারণে তাকে ঘনঘন মরক্কো যেতে দেখা যাচ্ছে।  যা নিয়ে রিয়াল মাদ্রিদের সংসারেও অশান্তি লেগে আছে।

তাতেও সি আর সেভেনকে থামানো যাচ্ছে না।  রোববার রাতে এস্পানলের বিরুদ্ধে দুরন্ত হ্যাটট্রিকের পর সেই রাতেই মরক্কো উড়ে যান তিনি।  জয়ের পর সোম এবং মঙ্গলবার রিয়াল ফুটবলারদের ছুটি দেয়া হয়েছিল।

কিন্তু ঘনঘন মাদ্রিদ ছেড়ে চলে যাওয়ার জন্য দলগত সংহতি বিঘ্নিত হচ্ছে বলে পেরেজ নিষেধাজ্ঞা জারি করেছিলেন।  কিন্তু কে শোনে কার কথা!
ইরিনার সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর রোনালদোর নতুন সম্পর্ক নিয়ে নানা জল্পনা চলছে।

সেই তালিকায় মার্তিন্স খুব জোরালভাবে ঢুকে পড়েছেন।  সাবেক মিস ইউনিভার্স ফাইনালিস্ট তিনি।  অসামান্য সুন্দরী এবং ভীষণই আবেদনময়ী। সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটে বিভিন্ন আকর্ষণীয় স্পটে খোলামেলা পোশাকে ছবি পোস্ট করতেই থাকেন পর্তুগিজ মডেল।

এমনিতেই তিনি জনপ্রিয় ছিলেন।  রোনালদোর সঙ্গে সম্পর্কের জল্পনায় এখন আরো বেশি করে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন তিনি।

ইরিনার সঙ্গে রোনালদোর ছাড়াছাড়ি হয়ে গেছে প্রায় এক বছর হতে চলল। তার জীবনে কি নতুন কোনো নারী এসেছে? এর মধ্যে একটি অনুষ্ঠানে জিজ্ঞেস করা হলে মৃদু হেসে রোনালদোর জবাব, ‘হ্যাঁ, কয়েকজন নারী এসেছে।
৩ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে