স্পোর্টস ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের বর্তমান ওয়ানডে ও টি-টোয়েন্টির অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে দীর্ঘদিন ড্রেসিংরুম শেয়ার করেছেন সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। সৌরভের মতো ভারতীয় অধিনায়ক হিসেবে ধোনি একজন ঠান্ডা মাথার লোক।
সদ্য অস্ট্রেলিয়ার মাটিতে নেতৃত্বে ভারতে ওয়ানডে ভরাডুবির পরই ধোনিকে অধিনায়কের পদ থেকে সরানোর দাবিতে জানিয়ে ছিলেন দেশের সাবেক ক্রিকেটাররা। কিন্তু সৌরভ বলছেন, ভারতীয় অধিনায়ক হলে সমালোচনা শুনতেই হবে৷ এটা কাজেরই অঙ্গ৷
ধোনি দীর্ঘদিন ধরে ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছে ও এখন এ ব্যাপারে ধাতস্থ হয়ে গিয়েছে৷ আমরাই সবাই এই সমালোচনায় অভ্যস্ত৷ কিন্তু ভালো কাজ করলেই সবাই আমাদের পাহাড়ের চূড়ায় নিয়ে যায় বা কখনও আকাশে তুলে দেয়৷ ধোনির মানসিকতা অসাধারণ৷ চূড়ান্ত চাপের মধ্যেও মাথা ঠান্ডা রাখতে জানে ধোনি৷ ও ভিতরে এক ও বাইরে আরেক৷ ও প্রচণ্ড চাপের মধ্যে থাকলেও সেটা কখনও প্রকাশ করে না৷ আমরা সমালোচনার দিকেই দেখি৷ কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে ধোনি যে পরিমাণ সম্মান পায় তা অভাবনীয়৷
৩ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস