স্পোর্টস ডেস্ক : টি-২০ বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা ৫ ফেব্রুয়ারি৷ দল নির্বাচন এশিয়া কাপেরও৷ দিল্লিতে নির্বাচন কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়৷ অস্ট্রেলিয়ার মাটিতেই অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ৷
টি-২০ সিরিজে দুরন্ত কামব্যাক ধোনি অ্যান্ড কোম্পানির৷ ফোকাসে এখন টি-২০ বিশ্বকাপ৷ আত্মবিশ্বাসে ফুটছে গোটা দল৷ এ পরিস্থিতিতেই ৫ ফেব্রুয়ারি টি-২০ বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল বেছে নিতে চলেছে নির্বাচন কমিটি৷
শুক্রবার দিল্লিতে সন্দীপ পাতিলের নেতৃত্বাধীন নির্বাচন কমিটির বৈঠক৷ এরপরই চূড়ান্ত দল ঘোষণা। বিসিসিআই সূত্রে এদিন এ কথা জানানো হয়েছে৷
পাশাপাশি, শুক্রবার এশিয়া কাপের জন্যও দল ঘোষণা। ৯ ফেব্রুয়ারি থেকে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি টি-২০ ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া৷ এরপরই শুরু এশিয়া কাপ৷
২৪ ফেব্রুয়ারি থেকে খেলা হবে ৬ মার্চ পর্যন্ত৷ এই প্রথমবার ৫০ ওভারের জায়গায় টি-২০ ফরম্যাটে খেলা হবে এই টুর্নামেন্ট৷ এরপর ৪ মার্চ থেকে শুরু টি-২০ বিশ্বকাপ৷ ১৫ তারিখ নাগপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করছে ভারত৷
৩ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম