বুধবার, ০৩ ফেব্রুয়ারী, ২০১৬, ০৯:৪৫:৫৬

বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে জায়গা হলো রান শূন্য মিথুনের

বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে জায়গা হলো রান শূন্য মিথুনের

স্পোর্টস ডেস্ক: বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসি টি-টেয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে। মাশরাফির নেতৃত্বে এ স্কোয়াডে বড় চমক হল উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ মিথুনের অন্তর্ভূক্তি। তাঁকে অর্ন্তভূক্তি নিয়ে উঠেছে প্রশ্ন। কারণ যে তিনটি অার্ন্তজাতিক ম্যাচ খেলেছেন, তার একটিতেও রান পাননি তিনি। বিশ্বকাপের মতো আসরে তাহলে তাকে দলে নেওয়ার যৌক্তিকতা কী?

প্রধান নির্বাচক ফারুক আহমেদের ব্যাখা,‘ সে আমাদের বিবেচনাতেই ছিল। আমাদের মনে হয়েছে, সে ভালো মানের খেলোয়াড়, কিন্তু তার পুরোটা আমরা দেখতে পারিনি। যদি সঠিক সময়ে সঠিক জায়গায় সে সুযোগ পায়, তাহলে কিছু করে দেখাতে পারবে। সেই সামর্থ্য তার আছে।সে টপ অর্ডার থেকে যে কোনো জায়গায় ব্যাট করতে পারে। পাশাপাশি সে অনেক অভিজ্ঞও।’

ঘরোয়া লিগ এবং ‘এ’ দলের হয়ে বরাবরই ভালো খেলে থাকেন মিথুন। কিন্তু জাতীয় দলের জার্সিতে তিনি যেন খেই হারিয়ে ফেলেন। ২০১৪ সালে টি-২০তে অভিষেক হয় তার। খেলেন ২ ম্যাচ। একটিতে ব্যাট করার সুযোগ হয়নি। অন্যটিতে আউট হন ০ রানে।

তারপরেও মিথুনকে সুযোগ করা দেওয়া হলো, তাও আবার বিশ্বকাপের মতো আসরে। ফারুক বললেন,‘টি-টোয়েন্টি ক্রিকেটেই প্রথম সুযোগ পেয়েছিল সে। এবার এই স্টেজে দেখতে চাই সে কেমন করে। আসা করি সে ঘুরে দাঁড়াবে।
৩ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে