স্পোর্টস ডেস্ক: আচ্ছা বলুন তো ম্যানচেস্টার সিটির নতুন কোচ পেপ গার্দিওলার বেতন কত টাকা হতে পারে? গার্দিওলার বেতন শুনলে আপনি রীতিমতো চমকে উঠবেন।
ম্যানচেস্টার সিটি গার্দিওলাকে এক মৌসুমে দেবে প্রায় ২৫ মিলিয়ন ইউরো। অর্থ্যাৎ প্রতিমাসে ২ মিলিয়নেরও বেশি। বাংলাদেশি টাকায় একটু হিসাব করলে গার্দিওলার মাসিক বেতন দাঁড়ায় প্রায় ১৩ কোটি টাকা। খবর-জার্মান পত্রিকা বিল্ড
একথা বলাই বাহুল্য, গার্দিওলা বেতন একমাত্র লিওনেল মেসির সঙ্গেই তুলনা করা যেতে পারে। মেসির বেতন ২৬.৫ মিলিয়ন ইউরো আর গার্দিওলার ২৫ মিলিয়ন ইউরো।
ম্যানসিটি গত সোমবারে নিশ্চিত করেছে, এই মৌসুম শেষে ম্যানচেস্টার সিটির ম্যানুয়েল পেল্লেগ্রিনির স্থলাভিষিক্ত হবেন পেপ গার্দিওলা।
৩ ফেব্রুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জেএম/আরএম