স্পোর্টস ডেস্ক: ব্লুমফনটেইনে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আকাশ ছোঁয়া স্কোর দাঁড় করিয়েছে সফরকারী ইংল্যান্ড। এদিন টসে জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই মারমুখী ভূমিকায় ব্যাট করতে থাকে ইংলিশ ব্যাটসম্যারা। শেষ পর্যন্ত বাটলারের সেঞ্চুরির উপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৯৯ রানের বিশাল সংগ্রহ পেয়েছে ইংল্যান্ড।
ইংল্যান্ডের হয়ে জস বাটলার করেছেন ১০৫ রান। এছাড়া রয় ৪৮, হেইল ৫৭, জো রুট ৫২ ও স্টোকস করেছেন ৫৭ রান। সাউথ আফ্রিকার হয়ে মরিস ৩টি, এম দে লানজে ও ইমরান তাহির ২টি করে উইকেট নিয়েছেন।
ফলে এ ম্যাচে জয়ের জন্য স্বাগতিকদের করতে হবে চারশ' রান। অবশ্য চারশ'র বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড আছে প্রোটিয়াদের।
দক্ষিণ আফ্রিকা ৪০০ রানের টার্গেটে এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা ১২ ওভারে ১ উইকেট হারিয়ে ৯৭ রান সংগ্রহ করেছে। ক্রিজে আছেন ওপেনার ডি-কক (৪৫) ও ডুপ্লেসিস (৪৫)। আউট হয়েছেন হাসিম আমলা।
৩ ফেব্রুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জেএম/আরএম