সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ১০:৩০:৪৮

বাংলাদেশের সেরা বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করলেন আশরাফুল

বাংলাদেশের সেরা বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করলেন আশরাফুল

স্পোর্টস ডেস্ক: এখনও ঘোষণা হয়নি বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড। তবে ধারণা করা হচ্ছে, ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষটির পারফরম্যান্স দেখে শেষ সময়ে বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত করা হবে। যদিও দুই-একটি জায়গা ছাড়া বাকি সব ইতোমধ্যে চূড়ান্তই হয়ে গেছে। তবে ব্যক্তিগত মতামতের ভিত্তিতে একটি স্কোয়াড বানিয়েছেন লাল-সবুজের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

নিজের স্কোয়াডে উদ্বোধনী ব্যাটার হিসেবে তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্তকে রেখেছেন তিনি। সম্প্রতি বেশ ফর্মে আছেন তিনি। যে কারণে তামিমের সঙ্গে বাঁহাতি এই ব্যাটারকেই ওপেনিংয়ে দেখতে চান আশরাফুল।

২০১৯ বিশ্বকাপে সাকিব আল হাসানের পারফরম্যান্স বিবেচনায় তিনে সাকিবকে দেখতে চান সাবেক এই অধিনায়ক। আর চারে রিয়াদ কিংবা মাহমুদউল্লাহ রিয়াদকে রাখছেন তিনি। লিটনের সাম্প্রতিক ফর্ম বিবেচনায় তাকে চারে রাখছেন লাল-সবুজের প্রথম বৈশ্বিক সুপারস্টার আশরাফুল।

পরিস্থিতি বিবেচনায় পাঁচ ও ছয়ে তাওহিদ হৃদয় ও মুশফিকুর রহিমকে রেখেছেন আশরাফুল। এ ছাড়া ম্যাচ ও পিচ বিবেচনায় নাসুম আহমেদ ও শেখ মেহেদীর মধ্যে যেকোনো একজনকে খেলানোর পরামর্শ এই অভিজ্ঞ ক্রিকেটারের।

পেস ইউনিটে চার পেসারকে রাখছেন তিনি। তাসকিন আহমেদের সঙ্গে মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলামকে রাখছেন ১৫ জনের স্কোয়াডে।

বিকল্প ওপেনার হিসেবে তানজিদ হাসান তামিমকে বেছে নিয়েছেন আশরাফুল। এ প্রসঙ্গে তার মন্তব্য, তামিম তিন ইনিংসে বেশি রান করতে না পারলেও যেভাবে ইনিংস শুরু করেছেন, তাতে তার মধ্যে অনেক সম্ভাবনা আছে।

তিনজন রিজার্ভ খেলোয়াড়ের নামও দিয়েছেন আশরাফুল। দুই পেসার তানজিম হাসান সাকিব ও সৈয়দ খালেদ আহমেদের সঙ্গে লেগ-স্পিনার রিশাদ হোসেনকে রেখেছেন তিনি।

জানা গেছে, ২৬ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচের আগে কিংবা পরে বিশ্বকাপের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করবে বিসিবি। যেখানে ইতোমধ্যেই ১৪ জনের নাম একেবারেই চূড়ান্ত হয়ে গেছে। শুধুমাত্র ১৫তম সদস্যের নাম নিয়ে কিছুটা ভাবনায় রয়েছে টিম ম্যানেজমেন্ট। বিশ্বকাপ দলে অতিরিক্ত একজন পেসার দলের সঙ্গে নেওয়া হবে নাকি একজন ব্যাকআপ ওপেনার নেওয়া হবে, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।

আশরাফুলের মতে বাংলাদেশের সেরা বিশ্বকাপ স্কোয়াড : তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তানজিদ হাসান তামিম।

রিজার্ভ : তানজিম হাসান সাকিব, সৈয়দ খালেদ আহমেদ, রিশাদ হোসেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে