মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩, ১১:১৮:২৯

সমস্যার প্রশ্নে একটি বাক্য বলে বিসিবি ত্যাগ করলেন মাশরাফি

সমস্যার প্রশ্নে একটি বাক্য বলে বিসিবি ত্যাগ করলেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ দল ঘোষণার আগমুহূর্তে সাকিব-তামিমের মধ্যে ‘দ্বন্দ্বের’ বিষয়টি চাউর হয়। এ নিয়ে বিপাকে পড়েছে নির্বাচকরা।  এমতাবস্থায় বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা মঙ্গলবার দুপুর ২টার দিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) যান। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে তিনি বৈঠক করেন। 

বিসিবিতে দেড়ঘণ্টা থাকার পর বেরিয়ে গেছেন মুর্তজা। এ সময় তিনি মুখ খোলেননি। শুধু সমস্যার প্রশ্নে একটি বাক্য বলেছেন, ‘কে বলেছে আপনাকে’।

বেলা সাড়ে ৩টায় মাশরাফি যখন বিসিবি ত্যাগ করছিলেন তখন তার কাছে এক সাংবাদিক প্রশ্ন করেন যেখানেই সমস্যা সেখানেই কি আপনি? জবাবে ছোট করে মাশরাফি উত্তর দেন, ‘কে বলেছে আপনাকে’।

শেষ পর্যন্ত তামিম ইকবালকে ছাড়াই বিশ্বকাপের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তামিম জায়গা না পেলেও ১৫ সদস্যের দলে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

এবার বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান। তামিমের জায়গায় সুযোগ মিলেছে তামিম-তানজিদ হাসানের। এছাড়া সম্প্রতি ফেসবুক স্ট্যাটাস নিয়ে বিতর্কে থাকা তরুণ পেসার তানজিম হাসান সাকিবও বিশ্বকাপের দলে জায়গা পেয়েছেন। 

ওপেনিং পজিশনে আছেন কেবল লিটন আর তানজিদ তামিম। ব্যাকআপ ওপেনার হিসেবে ভাবা হয়েছে মেহেদি হাসান মিরাজকে। ১৫ সদস্যের দলে পেসার পাঁচজন। তারা হলেন- তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম এবং তানজিম হাসান তামিম।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে