স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ শুরুর আগে নিজেদের গুছিয়ে নেওয়ার শেষ সুযোগ বাংলাদেশের সামনে। এই সুযোগকে কাজে লাগানোর ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
এটি বাংলাদেশের দ্বিতীয় প্রস্তুতিমূলক ম্যাচ। এর আগে শ্রীলংকার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে জয়লাভ করেছে টাইগাররা।
আজ সোমবার বাংলাদেশ সময় দুপুর ২:৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।
প্রস্তুতি ম্যাচে ইংলিশদের বিপক্ষে বাড়তি শক্তিও ক্ষয় করতে রাজি নয় বাংলাদেশ। কারণ আজ থেকে ঠিক আট দিন পরই এই ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। সুতরাং প্রস্তুতি ম্যাচটি প্রস্তুতির মতোই সারতে চান টাইগাররা। স্বাভাবিক কারণেই কেমন হতে পারে আজকের ম্যাচ, সেদিকে নজর থাকছে সবার।