সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩, ১১:৫০:৫৭

এবার জরুরি মিটিংয়ে বসছে বিসিবি

এবার জরুরি মিটিংয়ে বসছে বিসিবি

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের ব্যর্থ মিশন শেষে গতকাল রোববার সকালে ঢাকায় পা রেখেছে বাংলাদেশ দল। এদিন দলের সঙ্গে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও এসেছেন। 

দেশে ফিরলেও বিশ্বকাপ ব্যর্থতা এখনো যেন তাড়া করছে তাদের। কারণ গণমাধ্যম থেকে চায়ের কাপ সব জায়গায় সমালোচনা হচ্ছে তাদের নিয়ে।

এদিকে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলতি মাসের ২১ তারিখ ঢাকায় পা রাখবে কিউইরা। আর এই সিরিজকে সামনে রেখে দল নির্বাচন করতে আগামীকাল মিটিংয়ে বসবেন বিসিবির নির্বাচকরা। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে গুঞ্জন আছে, সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে প্রথম টেস্ট থেকে ছুটি চেয়েছেন লিটন দাস! তবে বিসিবির নির্বাচক হাবিবুল বাশার সুমন নিশ্চিত করলেন এখনো লিটন এ বিষয়ে কিছুই জাননি বোর্ডকে। নান্নুর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, লিটনের থেকে ছুটির কোনো চিঠি তারা পাননি।

লিটন থাকলেও টেস্ট দল নির্বাচন করা এবার একটু কঠিন হয়ে দাঁড়াবে নির্বাচকদের জন্য। কেননা নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান খেলছেন না। ইনজুরির কারণে থাকবেন না দুই পেসার তাসকিন আহমেদ এবং এবাদত হোসেন।

এই সিরিজে আলোচনায় আছেন জাতীয় লিগে ছন্দে থাকা নুরুল হাসান সোহান। জোড়া সেঞ্চুরিতে দলে ফেরার আভাস দিচ্ছেন খুলনার এই ক্রিকেটার। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে