স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের গ্রুপপর্বের লড়াই শেষ। টুর্নামেন্টের শুরু থেকে ধারাবাহিক পারফর্ম করে সেমিফাইনালে উঠেছে ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া।
আগামীকাল বুধবার ভারতের মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত-নিউজিল্যান্ড। ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসরের প্রথম সেমিফাইনালের আগেই টিকিট নিয়ে হুলুস্থুল কারবার।
সেমিফাইনাল ম্যাচের একটি টিকিটের দাম হাঁকানো হচ্ছে এক লাখ ২০ হাজার টাকা। টিকিট কালোবাজারির অভিযোগে মুম্বাইয়ে রোশন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার হওয়া ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল ম্যাচের একটি টিকিট ১ লাখ ২০ হাজার টাকায় বিক্রির চেষ্টা করছিলেন। তখন তাকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তের কাছ থেকে দুটি টিকিট উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত রোশনের সঙ্গে আরও একজন জড়িত ছিলো বলেও তদন্তে নেমে জানতে পারে পুলিশ।