বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩, ০৬:৪৩:৪২

দুই জনের ব্যাটে সেঞ্চুরি, বিশাল রানের টার্গেট দিল ভারত

দুই জনের ব্যাটে সেঞ্চুরি, বিশাল রানের টার্গেট দিল ভারত

স্পোর্টস ডেস্ক : বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ারের জোড়া সেঞ্চুরিতে বিশ্বকাপের সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ৩৯৭ রানের রেকর্ড গড়েছে ভারত।

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ক্রিকেট ভারতের এটাই দলীয় সর্বোচ্চ রান। এর আগে ২০০৯ সালে নিউজ্যিান্ডের ক্রাইস্টচার্চে ৪ উইকেটে ৩৯২ রান করেছিল ভারত।

দলের হয়ে ১১৩ বলে ৯টি চার আর ২টি ছক্কার সাহায্যে ১১৭ রান করে ফেরেন বিরাট কোহলি। 

ওয়ানেডে ক্রিকেটের ইতিহাসে এদিন রেকর্ড ৫০তম সেঞ্চুরি করেন কোহলি।  এতদিন ৪৯টি সেঞ্চুরি করে শীর্ষে ছিলেন শচীন টেন্ডুলকার। 

বুধবার মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে বিরাট কোহলির সেঞ্চুরির দিকে বিধ্বংসী ব্যাটিংয়ে ৬৭ বলে তিনটি চার আর ৭টি ছক্কার সাহায্যে সেঞ্চুরি পূর্ণ করেন শ্রেয়াস আইয়ার। তিনি ৭০ বলে ৪টি চার আর ৮টি ছক্কার সাহায্যে ১০৫ রান করে ফেরেন।

বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ারের জোড়া সেঞ্চুরি আর শুভমান গিলের (৮০*) অনবদ্য ফিফটি এবং রোহিত শর্মার (৪৭) ব্যাটিং নৈপূণ্যে ৫০ ওভারে ৪ উইকেটে ৩৯৭ রানের রেকর্ড গড়ে ভারত। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে