স্পোর্টস ডেস্ক: মেজর সকার লিগে ইন্টার মায়ামির পথচলা আগেই শেষ হওয়ায় লিওনেল মেসির ম্যাচ খেলার ঘাটতি আছে। কিছুদিন আগে চোট সমস্যায়ও ভুগেছেন তিনি।
তাই জাতীয় দলের হয়ে মাঠে নামার আগে তার ফিটনেস নিয়েও থাকতে পারে কিছু সমস্যা। আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি অবশ্য সব সংশয় উড়িয়ে দিয়েছেন। অধিনায়ক শতভাগ প্রস্তুত আছেন বলেই বিশ্বাস তার।
ইন্টার মায়ামি এমএলএসের প্লে-অফ রাউন্ডের আগেই বাদ পড়ে গেছে। তাই প্রায় এক মাস ধরে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলা হয়নি মেসির।
দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ সময় শুক্রবার সকালে উরুগুয়ের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। পরের ম্যাচে আগামী মঙ্গলবার তাদের প্রতিপক্ষ ব্রাজিল।
ম্যাচগুলোকে সামনে রেখে বুধবার সংবাদ সম্মেলনে কথা বলেন স্কালোনি। সেখানে উঠে আসে মেসির খেলার মধ্যে না থাকার বিষয়টি। তিনি জোর দিয়েই বলেন, ফিটনেস ঠিকঠাক আছে সাবেক বার্সেলোনা তারকার।
তিনি বলেন, 'মেসি ভালো আছে, সবকিছু ঠিকঠাকভাবেই করছে সে.. যদিও গত ২৫ দিনে সে কেবল একটি ম্যাচ খেলেছে, তবে সে স্বাভাবিকভাবেই অনুশীলন করছে, সে ফিট এবং ভালো আছে।'
মেসি সবশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন ইন্টার মায়ামির হয়ে, গত ২১ অক্টোবর। গত মাসে পেরুর বিপক্ষে আর্জেন্টিনার ২-০ ব্যবধানে জয়ের ম্যাচে দুটি গোলই করেন মেসি। বাছাইয়ে ৪ ম্যাচের সবগুলোতে জিতে ১২ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।