বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩, ১০:৩৫:৫১

নয়া গুঞ্জন রটে গেছে শহিদ আফ্রিদির বিরুদ্ধে!

নয়া গুঞ্জন রটে গেছে শহিদ আফ্রিদির বিরুদ্ধে!

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের চলতি আসরে সেমিফাইনালের আগেই বিদায় নেয় পাকিস্তান। যে কারণে বাবর আজমের নেতৃত্বাধীন দলকে নিয়ে ঘরে-বাইরে কঠোর সমালোচনা হচ্ছে।

সেই সমালোচনার কারণে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান জাকা আশরাফের সঙ্গে দেখা করে বৃহস্পতিবার নিজের ব্যক্তিগত টুইটারে অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দেন বাবর আজম।

বাবর আজম অধিনায়কত্ব ছাড়ার পর টেস্টের জন্য শান মাসুদ আর টি-টোয়েন্টি জন্য শাহিন শাহ আফ্রিদির নাম ঘোষণা করে পিসিবি। 

নয়া গুঞ্জন রটে পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহিদ আফ্রিদি তার মেয়ের জামাই শাহিন আফ্রিদিকে অধিনায়ক করার জন্য ক্রিকটে বোর্ডে লবিং করেছেন। 

এব্যাপারে সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি স্থানীয় একটি নিউজ চ্যানেলে বলেন, ‘আমি সবসময় মোহাম্মদ রিজওয়ানের পক্ষে ছিলাম। শপথ করে বলছি, আমি কখনো শাহিন আফ্রিদিকে অধিনায়ক করার কথা বলিনি, লবিংও করিনি। এসবের সঙ্গে আমি জড়িত নই।’

আফ্রিদি আরও বলেন, ‘আমি বলেছিলাম বাবর আজমকে অধিনায়কত্ব থেকে সরানো উচিত নয়। আমি শাহিন শাহকে অধিনায়কত্ব থেকে দূরে রাখতে চেয়েছিলাম। অথচ শেষ পর্যন্ত তাই হলো।’ 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে